কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন।

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন।
booked.net

 

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির  সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৪৯ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি অধ্যক্ষ মো. আবুল মনসুর, মো. ফজল উদ্দিন, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মো. আব্দুল কাইয়ুম, মো. আব্দুল মুক্তাদির চৌধুরী, মো. হুমায়ুন কবির, মো. সাহিদুর রহমান, মো. ফরিদ উদ্দিন ও মো. ছমিউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকারিয়া আহমদ, জয়ন্ত মালাকার, সোহেল আহমদ, মৌলানা রুহুল আমীন, বিশ্বজিৎ দাস। সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান, মো. আতিকুর রহমান, শাহীন আহমদ, মো. আব্দুস সামাদ। দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন আহমদ, সহ-দপ্তর সম্পাদক মো. মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম মোজাহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুস শহীদ আজাদ। আইন বিষয়ক সম্পাদক মো. রাজিউর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল আলম, অর্থ সম্পাদক মৌলানা জিয়াউর রহমান। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম, সহ-শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সঞ্জিত মালাকার। ক্রীড়া সম্পাদক তপন কুমার দেব, সহ-ক্রীড়া সম্পাদক মুনমুন সরকার, সাংস্কৃতিক সম্পাদক ভানুরাম বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রতিভা ডিও, মহিলা বিষয়ক সম্পাদিকা আফিয়া বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মাধবী পাল। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুরমান আলী। কার্যকরি সদস্য বৃন্দ – পরিমল চন্দ্র মালাকার, রুপিয়া বেগম, মো. আতাউর রহমান, মো. ইব্রাহিম তালুকদার, বিহীত রঞ্জন দে, সৈয়দ মোহাম্মদ আলী, মৌলানা মোছলেহ উদ্দিন, মো. শাহেদ আলী, মো. ইরফানুল হক, নাজমা বেগম, মো. আবুল হোসেন, মো. আব্দুল মালিক।

উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে কাউন্সিল অধিবেশনে পুনরায় আব্দুল কাদিরকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Ad