বিরহ ঘোর – আতাউর রহমান নোমান।

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

বিরহ ঘোর – আতাউর রহমান নোমান।
booked.net

Manual2 Ad Code

বিরহ ঘোর

আতাউর রহমান নোমান।

Manual1 Ad Code

নিখাদ প্রেমে নামলে পরে অমানিশার অন্ধকার
দখিন হাওয়ায় খুলবে কি আর কূল হারানো বন্ধ দ্বার
মন মিলনে অমিল যদি প্রবেশ করে একটি বার
কেমন করে মন বাগানে ফুলের কলি ফুটবে আর।

Manual3 Ad Code

বিষাদ মনে প্রেমের সাধন বাঁধন ছাড়া নায়ের পাল
উথাল হাওয়া মাড়িয়ে দিতে হয় পাগল আর রয় মাতাল
মন বিরহে কাঁদে যদি রয় কি প্রাণে ছন্দ তাল
সুখ পিয়াসী দুঃখ যদি দখল করে তার কপাল।

Manual4 Ad Code

হয় বিরহ নিখাদ প্রেমের বিষাদ ভরা যন্ত্রণার
রয় যদি প্রেম চাতক মনের সুপ্ত ঘাতক কল্পনার।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!