কর্মধায় মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

কর্মধায় মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
booked.net
Manual6 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিজুরি খাসি পুঞ্জিতে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা কাপেং ফাউন্ডেশন ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুকিজুরি পুঞ্জির হেডম্যান হেনরী তালাং।

মানবাধিকার কর্মী হীরামন হেলেনা তালাং এর সঞ্চালনায় উপজেলার পুঞ্জিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সিলেট শাখার সভাপতি অ্যালিজাক তাংসং, গারো ছাত্র সংগঠন বাগাছাস এর সাংগঠনিক সম্পাদক আরভিল রেমা, কর্মধা ইউপি সদস্য সিলভেষ্টার পাঠাং, আইপিডিএস এর সদস্য জেসলিনা পঃলং বেলকুমা খাসি পুঞ্জির মান্রী কলবেট পতমী, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!