Step Ahead Bangladesh এর আয়োজনে  ফ্রী কম্পিউটার কোর্স এর উদ্বোধন।

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

Step Ahead Bangladesh এর আয়োজনে  ফ্রী কম্পিউটার কোর্স এর উদ্বোধন।
booked.net
Manual1 Ad Code

সংবাদ দাতাঃ- আত্নকর্মসংস্হানের লক্ষ্যে Step Ahead Bangladesh  এর আয়োজনে ফ্রী কম্পিউটার কোর্স – এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৪’ই জানুয়ারী কুলাউড়া পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কুলাউড়া সরকারি কলেজের প্রাক্ষন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, কুলাউড়া উপজেলার সহকারি প্রোগ্রামার সেলিম বাবু, সফি আহমদ চৌধুরী জুয়েল, আক্তার হোসেন চৌধুরী লিটন, গোলাম রাব্বানি , ফারিহা হোসেন চৌধুরী, অর্পণ দাস রনি, আব্দুল মোছাদ্দিক চৌধুরী ছামি, তোহা চৌধুরী, পিপলু চৌধুরী ।উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন IOM LEARNING.. IT & Education এর প্রতিষ্ঠাতা আব্দুল মোদাব্বির চৌধুরী শাকিল। বক্তব্য রাখেন Step Ahead | Bangladesh এর ফাউন্ডারদ্বয় ওয়াসিফ আহনাফ চৌধুরী ও আকিব আহনাফ চৌধুরী।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!