ভারত মহাসাগরে ডুবল চীনের জাহাজ। নিখোঁজ ৩৯ জন।

প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৩

ভারত মহাসাগরে ডুবল চীনের জাহাজ। নিখোঁজ ৩৯ জন।
booked.net

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ-ভারত মহাসাগরে চীনের একটি জাহাজডুবির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ রয়েছেন ৩৯ জন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং- জীবিতদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন।

Manual7 Ad Code

চীনের সিসিটিভির খবরে বলা হয়, শানতুং প্রদেশের পেংলাই জিনগ্লু ফিশারী কোম্পানি লিমিটেডের মাছ ধরার ‘লুপেং ইউয়ানিউ ০২৮’ জাহাজটি মঙ্গলবার ভোররাতে উল্টে যায়।

Manual5 Ad Code

ওই খবরে বলা হয়, ডুবে যাওয়া জাহাজের ৩৯ সদস্যের মধ্যে ১৭ জন চীনের নাগরিক, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং পাঁচজন ছিলেন ফিলিপাইনের।

Manual6 Ad Code

চীনা প্রেসিডেন্ট বলেছেন, এ ঘটনার পর যারা দূর সাগরে মাছ ধরতে যান- তাদের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে।এছাড়া নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান শি।

চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানায়, তারা বিষয়টি অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দেশগুলোকে জানিয়েছে। কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

Manual7 Ad Code

Ad

Follow for More!