করোনা আপডেট। কুলাউড়ায় নতুন করে আরও ১৪ জন শনাক্ত।

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

করোনা আপডেট। কুলাউড়ায় নতুন করে আরও ১৪ জন শনাক্ত।
booked.net

Manual8 Ad Code

 

শেখ সুমনঃ- কুলাউড়ায় নতুন করে আরও ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার তাদের পজিটিভ রিপোর্ট গুলো হাসপাতালে এসে পৌঁছায়।

Manual3 Ad Code

আরো পড়ুনঃ চলতি মাসেই আসছে আরও ৫৯ লাখ টিকা

Manual5 Ad Code

করোনাক্রান্তরা হলেন- উত্তর কুলাউড়ার ১জন,বিছরাকান্দির ১জন, জয়চন্ডীর বেগবানপুরের ১জন,কুলাউড়া হাসপাতালের স্টাফ ২জন, লস্করপুরের ১জন, ভূকশিমইলের ১জন,টিটিডিসি এলাকার ১জন, মাধবপুরের ২জন, কারেরার ১জন, ছকাপনের ১জন, কোনাগাঁওর ১জন, ফটিগুলির ১জন।

জানা যায়, করোনা সন্দেহে ১৯ জন ব্যক্তি গত রোববার (১১ জুলাই) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল জমা দেন। স্যাম্পল জমা দেওয়ার দুইদিনের মাথায় আজ (১৩ জুলাই) মঙ্গলবার ১৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের বাড়ি লকডাউনের পাশাপাশি নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!