কুলাউড়ায় পৌরসভার অর্থায়নে আবারও সচল হলো সিসি ক্যামেরা।

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১

কুলাউড়ায় পৌরসভার অর্থায়নে আবারও সচল হলো সিসি ক্যামেরা।
booked.net

 

স্টাফ রিপোর্টঃ- (১) দীর্ঘদিন অচল থাকার পর নিরাপত্তায় নিয়োজিত কুলাউড়া শহরের সকল সিসি ক্যামেরা আবারও সচল করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) আনুষ্ঠানিক ভাবে সকল সিসি ক্যামেরার পূনঃ উদ্বোধন করা হয়।

 

(২) কুলাউড়া থানা ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। বক্তারা এই উদ্দোগ কে স্বাগত ও মেয়র সিপারের ভুয়সী প্রশংসা করেন।

আরো পড়ুনঃ কাদিপুরে পুলিশি অভিযানে তিন জুয়াড়ি আটক।

(৩) অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর সাইফুর রশিদ সুমন, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রফিক মিয়া ফাতু, দপ্তর সম্পাদক ডা. কুতুব উদ্দিন, প্রচার প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, প্রমুখ।সিসি ক্যামেরা

(৪) কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন শহরের ২৫টি সিসি ক্যামেরার বেশির ভাগ অচল থাকায় নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতো, পরবর্তীতে ব্যবসায়ী নেতৃবৃন্দরা মেয়র সিপার উদ্দিনের সাথে মতবিনিময় করে অচল সিসি ক্যামেরা গুলো সচল করার জোর দাবী জানান।

(৫) পৌর মেয়র বিষয় টি আমলে নিয়ে কুলাউড়া পৌরসভার অর্থায়নে অচল সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও সার্বক্ষণিক সচল রাখার দায়িত্ব নেওয়ার পাশাপাশি উক্ত অনুস্টানে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে ৫০ হাজার টাকা অর্থিক অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad