কুলাউড়ায় কালবৈশাখী ঝড়। বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু।

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়। বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু।
booked.net

স্টাফ রিপোর্ট:- মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টায় বিদ্যুতের তার ছিঁড়ে ধানী জমিতে পড়ায় তারে জড়িয়ে লিয়াকত আলী (৭৫) নামে এক কৃষক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বৈদুতিক তারে জড়িয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টায় জেলার কুলাউড়া উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ে বাতাসের গতিবেগ ছিলো প্রায় ১০০ কিলোমিটার। হঠাৎ করে উত্তরপূর্ব দিক থেকে শুরু হয় এই ঝড়। সাথে ছিলো দমকা ও ঝড়ো হাওয়া। প্রায় আধা ঘণ্টাব্যাপী ঝড়ে উঠতি বোরো ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, রবিবার সকালে গৌড়করণ গ্রামের লিয়াকত আলী (৭৫) হাকালুকি হাওর এলাকায় গৃহপালিত পশুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এসময় ঝড়ে জমিতে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

ছবি:- নিহত কৃষক লিয়াকত আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad