তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা পাঁচ লক্ষ টাকা।

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা পাঁচ লক্ষ টাকা।
booked.net

 

ক্রীড়া প্রতিবেদকঃ- (১)মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আগামী তিন ম্যাচে খেলা হবে না বাঁ হাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টির ম্যাচে মাঠে বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

(২) আজ শনিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস- সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ আচরণবিধি ভাঙায় মোহামেডানের অধিনায়ক সাকিব কে ঘরোয়া লীগের তিন ম্যাচ নিষিদ্ধ করার কথা জানান। তাছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও গুনতে হবে।

(৩)বিসিবি প্রধান নাজমুল হাসানের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে কাজী ইনাম আহমেদ আরো জানান, আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি পেয়েছেন সাকিব।

(৪) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত শুক্রবার দুপুরে আবাহনী লিমিটেডের বিপক্ষের ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। খেলা চলাকালীন সময়ে তাকে দেখা যায়, আম্পায়ারের সঙ্গে ক্ষীপ্ত ভঙ্গিতে কথা বলার। একপর্যায়ে লাথি মারেন স্টাম্পে, একটু পর তিন স্টাম্প তুলে আছাড় মারেন। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে।

(৫) তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে ওই দিনই বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখিত বক্তব্যে তারকা খেলোয়ার সাকিব এই কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ‘মানবিক ভুলের’ জন্য ক্ষমা চান। তবে বৃষ্টিবিঘ্নিত ওই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত সাকিবের মোহামেডান ৩১ রানে জয়লাভ করে।

Ad