নাহিদা’র স্পিন জাদুতে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

নাহিদা’র স্পিন জাদুতে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।
booked.net

স্পোর্টস ডেস্কঃ- দেশের মাটিতে প্রথমবার পাকিস্তান নারী ক্রিকেট দলকে টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। নাহিদা আক্তারের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে ভর করে পাক নারীদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। অল্প রানে তাদের গুটিয়ে দিয়ে গড়লেন নতুন রেকর্ডও।

বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাহিদার স্পিন জাদুতে পাকিস্তানকে মাত্র ৮২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টিম টাইগ্রেসরা।

পাকিস্তানের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে ধীরগতিতে শুরু করে বাংলাদেশ। দলীয় ১২ রানে সাজঘরে ফিরে যান শামিমা সুলতানা। ১০ ওভারের মাথায় দলীয় ৩৩ রানে আউট হন সোবহানা মোস্তারি। ব্যক্তিগত ১৬ রানে ফিরে যান টাইগ্রেস ওপেনার। অধিনায়ক জ্যোতি ব্যাটিংয়ে নামলে রানের গতি বাড়ে। মুরশিদাকে সঙ্গে নিয়ে ২৪ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ৩৯ বলে ২টি চারের সাহায্যে ২২ রান করে ফেরেন মুরশিদা। ১৯তম ওভারে সুলতানা খাতুন রান আউট হলে হারের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। তবে সব ভয় দূর করে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন অধিনায়ক জ্যোতি।

সংক্ষিপ্ত স্কোর:-

পাকিস্তান: ১৯.৪ ওভারে ৮২ (মুনিবা ১৬, সিদরা ৪, বিসমাহ ২০, নিদা ১৪, আলিয়া ১, ইরাম ০, পারভেজ ১৫, উম্মে হানি ৮, দিয়ানা ৮*, সান্ধু ০, সাদিয়া ০; মারুফা ২-০-৮-০, সুলতানা ৪-০-১৯-১, নাহিদা ৩.৪-১-৮-৫, রাবেয়া ৪-০-১৬-১, ফাহিমা ৩-০-১৫-০, স্বর্ণা ৩-০-১৪-১)

বাংলাদেশ: ১৯.৩ ওভারে ৮৬/৫ (শামিমা ৫, মুর্শিদা ২৩, সোবহানা ১৬, নিগার ২৬*, স্বর্ণা ২, সুলতানা ৬, রিতু ৪*; দিয়ানা ৩.৩-০-২২-১, সাদিয়া ৪-০-১৫-০, নিদা ৪-১-১৩-০, সান্ধু ৪-০-১৬-১, উম্মে হানি ৪-০-১৭-১)

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার।

Ad