জাতীয় ব্যাডমিন্টনে নতুন ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন’ সিলেটের তানভীর-গৌরব জুটি।

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

জাতীয় ব্যাডমিন্টনে নতুন ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন’ সিলেটের তানভীর-গৌরব জুটি।
booked.net

স্পোর্টস রিপোর্টঃ- বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২৩ এ পুরুষ দ্বৈতে নতুন ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন’ হয়েছে সিলেটের তানভির-গৌরব জুটি। এদিকে রানার আপ হয়েছেন সিলেটের’ই আরেক শক্তিমান জুটি গত আসরের চ্যাম্পিয়ন নাঈম-মিজান।

শুক্রবার ঢাকার শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে ৩৮তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের পুরুষ দ্বৈতে অল সিলেট ফাইনালে ১৮-২১, ২১-১৯, ২১-৯ পয়েন্টে গত আসরের চ্যাম্পিয়ন নাঈম-মিজান জুটিকে হারিয়ে নতুন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের তানভীর-গৌরব জুটি।

পুরুষ এককে প্রত্যাশিত ফলাফল পায়নি সিলেট। রানার আপ হয়েছেন সিলেটের শাটলার আব্দুল হামিদ লোকমান। ফাইনালে তিনি বাংলাদেশ আনসার ভিডিপি’র খন্দকার সোয়াদ এর কাছে হেরে যান ১১-২১, ১৯-২১ পয়েন্টে। সোয়াদ এ নিয়ে টানা দুইবার পুরুষ এককে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেন।

মহিলা এককে আধিপত্য ধরে রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তার। ৩৮তম জাতীয় চ্যাম্পিয়নশীপে এবারও তিনি মহিলা এককে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি সেনাবাহিনীর আরেক শাটলার নাসিমা খাতুন’কে ১৮-২১, ২১-১৬, ২৩-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা দ্বৈতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর নাসিমা-বৃষ্টি জুটি। রানারআপ হয়েছেন সেনাবাহিনীর অপর দল উর্মি-রেশমা জুটি। ফাইনালে ১৫-২১, ২১-১৭, ২১- ৯ পয়েন্টে জয়লাভ করেন নাসিমা-বৃষ্টি জুটি।

অন্যদিকে মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুমার আল আমিন- উর্মি আক্তার জুটি। রানারআপ হয়েছেন সেনাবাহিনীর অপর দল গালিব উল্লাহ- বৃষ্টি খাতুন জুটি।

Ad