ঐতিহ্যের ধারক ও বাহক কুলাউড়া এনসি স্কুল মাঠ।

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

ঐতিহ্যের ধারক ও বাহক কুলাউড়া এনসি স্কুল মাঠ।
booked.net

ক্রীড়া প্রতিবেদক: প্রাচীন একটি জনপদের নাম কুলাউড়া । ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, শিল্প সাহিত্য সংস্কৃতির পাশাপাশি অত্র অঞ্চলের ক্রীড়াঙ্গন’ও স্ব-মহিমায় উজ্বল দৃস্টান্ত রেখে আসছে ।
 

ইতিমধ্যে অত্র উপজেলার অনেক খ্যাতিমান ক্রীড়াবিদ স্থানীয় পর্যায় সহ আর্ন্তজাতিক পর্যায়ে দেশের ভাব-মূর্তি উজ্জ্বল করেছেন। তাছাড়া এই প্রাচীন জনপদের ঐতিহ্যকে বুকে লালন করা শতবর্ষীয় নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ যেন তরুনদের প্রান।
 

শৈশব থেকে কৈশোরে এই মাঠের ঘ্রাণ যাদের শরীর ও মন স্পর্শ করেছে ঠিক ভরা যৌবনে’ও এখানেই ধাপিয়ে বেরিয়েছেন তারা । তাছাড়া নানাবিধ ক্রীড়া আয়োজনে হাজারো ক্রীড়াবিদ এ মাঠের বুকে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। বিশেষ করে ফুটবল ও ক্রিকেটে আনন্দে আত্মহারা দর্শকের উল্লাসে প্রকম্পিত মাঠ কুলাউড়া বাসীর বিনোদনের একমাত্র মাধ্যম।
 

নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ৮০’র দশকের শুরুর দিকে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট এবং শেষের দিকে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির জমজমাট টুর্নামেন্ট আয়োজন হাজারো ক্রীড়াপ্রেমীদের বিনোদনের যোগান দিয়েছে। ৯০’র দশকে ফুটবলের পাশাপাশি সিপিএ’র ক্রিকেট টুর্ণামেন্ট ক্রিকেট ইতিহাসে সিলেট বিভাগে আলোড়ন সৃস্টি করেছিলো।
 

এছাড়া জাতীয় দিবসের শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ , জাতীয় ক্রীড়া উৎসব, স্কুল মাদ্রাসাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এ মাঠে নিঃসন্দেহে হাজারো সুনিপুণ ক্রীড়াবিদ সৃস্টি করেছে।
 

কিন্তু দুঃখজনক হলেও সত্য,কালের পরিক্রমায় ও সময়ের বিবর্তনে হাজারো ক্রীড়াপ্রেমীদের স্মৃতিবিজরিত এই মাঠ বছরের অধিকাংশ সময় থাকে হাটু পানির নিচে। অপরিকল্পিত ব্যবস্থাপনার কারনে বছরের বেশিরভাগ সময় খেলোয়াড়দের বঞ্চিত থাকতে হচ্ছে খেলাধুলা থেকে।
 

শুস্ক মৌসুম শুরু হলে আয়োজকদের মাঠ প্রস্তুত করতে পোহাতে হয় নানা জটিলতা আর ভোগান্তি। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে ঐতিহ্য’র ধারক ও বাহক এনসি স্কুল মাঠকে জিইয়ে রাখতে প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা যা এখন সময়ের দাবী।
 

Ad