মাঠে গড়ালো সামার বার্লি প্রিমিয়ার ক্রিকেট লীগ।

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

মাঠে গড়ালো সামার বার্লি প্রিমিয়ার ক্রিকেট লীগ।
booked.net

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র সাংগঠনিক সম্পাদক মাঈনুল আলম সুয়েবের পৃস্টপোষকতায় মাঠে গড়ালো সামার বার্লি প্রিমিয়ার ক্রিকেট লীগ’২১ইং (জয়পাশা সিজন-৬)।

Manual2 Ad Code

Manual2 Ad Code

এ উপলক্ষে আজ বিকেল ৩ ঘটিকায় রেলওয়ে জংশনস্থ লোকাসেড সংলগ্ন মাঠে লীগ পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল আলম সুহেদের পরিচালনায় ও আকতারুল আলমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুস্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরু, ক্রীড়া সংগঠক মঞ্জুরুল আমিন লাল, সিপিএর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু, সিপি’এর সিনিয়র সহ সভাপতি মুসা আহমেদ সুয়েট, কোয়াব কুলাউড়া’র সহ সভাপতি রবিউল আউয়াল মিন্টু, কোয়াব কুলাউড়া’র সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ বাবলু, সুচনা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ, মঞ্জুরুল আমিন,  অনুলিপি কুলাউড়ার এডমিন শিকুল ইসলাম বাবু, তুফাজ্জল খান রকি, রবিউল সানি মামুন, শাহেদুল ইসলাম সাগর, লীগ পরিচালনা কমিঠির সদস্য আব্দুস সালাম জনি, মুহিত আলম, আহমেদ অপু, ফারহান আহমেদ, ইমদাদ হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

উদ্বোধনী খেলায় আরফা নুসাইফা ফাইটার মুখোমুখি হয় লোকমান স্পোর্টং ক্লাবের। সামার বার্লি টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহন করেছে।

আরো পড়ুনঃ কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও উরুগুয়ে দ্বৈরত ভোর ৬টায়

Ad

Follow for More!