মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়- জায়েদ খান।

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়- জায়েদ খান।
booked.net

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ- বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত-সমালোচিত নাম জায়েদ খান। তিনি সিনেমা জগতে যতটা পরিচিতি পেয়েছেন, তার থেকে বেশি পরিচিতি পেয়েছেন এফডিসির সর্বশেষ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ আক্তার। সে নির্বাচনের ফলের দ্বন্দ্ব নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতে নিপুণের কাছে হেরে যান জায়েদ খান।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ নায়ক। সেখানে বিয়ে প্রসঙ্গ উঠলে জায়েদ খান বলেন, মেয়েদের সঙ্গে দেখা হলে মেয়েরা আমাকে ভালোবাসতে চায় অনেক। বিয়ে করার জন্য বলে। তাদের জীবন সঙ্গিনী করার জন্য বলে। মেয়েরা বলে এখন আমার বিয়ে করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্তান রেখে যাওয়া উচিত।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, হিরোদের মধ্যে আমি এখন একমাত্র ব্যাচেলর। মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে বিয়ে করতে চায়।

Manual2 Ad Code

কখন বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে বলেন, এটা আমি চাইলেই তো হবে না। কপালে যেদিন লেখা আছে সেদিন হবে।

Manual4 Ad Code

ছবিঃ- নায়ক জায়েদ খান।

Ad

Follow for More!