ঠাকুর অনুকূলচন্দ্র একজন সাধক ছিলেন- শফিউল আলম নাদেল।

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

ঠাকুর অনুকূলচন্দ্র একজন সাধক ছিলেন- শফিউল আলম নাদেল।
booked.net

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

আব্দুল কুদ্দুস :- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন একজন হিন্দু সাধক, চিকিৎসক এবং সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর মায়ের নিকট দীক্ষা নেওয়ার পর মানুষের আত্মিক উন্নয়নের জন্য কীর্তনদল গঠন করেন। কীর্তনের সময় তিনি মাঝে মাঝে দিব্যভাবে আবিষ্ট হয়ে পড়তেন। তখন থেকেই লোকে তাঁকে ‘ঠাকুর’ বলে সম্বোধন করত। তিনি পাবনা জেলায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, সেখানে সত্যনিষ্ঠা, সৎকর্মানুষ্ঠান এবং দীক্ষা গ্রহণ করা হয়। সৎসঙ্গের আদর্শ হচ্ছে শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ। তিনি শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়ার মাগুরাস্থ শ্রীশ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩৫তম জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

অগ্রণী ব্যাংক রবিরবাজার শাখার ব্যবস্থাপক প্রদীপ কান্ত দত্তের সভাপতিত্বে ও প্রভাষক স্বপন কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউনাইটেড আমেরিকার পিস অ্যামব্যাসেডর ড. মোহাম্মদ আব্দুল হাই, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সৎসঙ্গ কুলাউড়ার সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দে, সহসভাপতি বিধান চৌধুরী ও অর্থ সম্পাদক রমা দাশ, প্রমুখ।

Manual8 Ad Code

ছবিঃ- বক্তব্য রাখছেন নাদেল।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!