কুলাউড়ায় কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

কুলাউড়ায় কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান
booked.net

Manual2 Ad Code

বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অংগনের প্রিয় মুখ কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান করেছে জিয়নকাঠি সাহিত্য সংসদ,কুলাউড়া৷

Manual1 Ad Code

আজ ২৫ নভেম্বর ২০২১ ডিলাইট স্টিক হাউজে জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের পরিচালনায় অনুস্টানের বক্তব্য প্রদান করেন ফয়ছল আহমেদ,এ এফ এম ফৌজি চৌধুরী, বিপুল চক্রবর্তী , সিপার আহমেদ, সুমন মিত্র, কদরুল হক মারুফ, আব্দুল কাইয়ুম মিন্টু, সুহেল আহমেদ, এ কে এম জাবের, আশিকুক ইসলাম বাবু প্রমুখ

অনুস্টানে কামরুল হাসানকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়৷

Manual2 Ad Code

অনুস্টান শেষে কেক কেটে জিয়নকাঠি সাহিত্য সংসদ,কুলাউড়ার প্রতিষ্ঠাবাযিকী উদযাপন করা হয়৷

 

Manual6 Ad Code

Ad

Follow for More!