বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত।

প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত।
booked.net

অনলাইন ডেস্কঃ- চলতি সপ্তাহেই জনসংখ্যার নিরিখে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ এ পৌঁছাবে। তবে তার আগে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডেসা) এক বিবৃতিতে জানায়, চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব হারাবে।

চলতি বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীন কে ছাড়িয়ে যাবে ভারত। গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছে, ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ ভারতের জনসংখ্যা চীনের চেয়ে ২৯ লাখ বেশি হবে। গত কয়েক বছরে চীনে জন্মহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই চীনের জনসংখ্যা ১০০ কোটির নিচে নেমে আসবে। তবে ভারতেও প্রজনন হার কমছে। ১৯৫০ সালে যেখানে প্রত্যেক নারী গড়ে ৫ দশমিক ৭ টি সন্তানের জন্ম দিয়েছিলেন, এখন তা ২ দশমিক ২ এ নেমে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন অতিক্রম করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো দ্রুত নয়। ১৯৫০ সালের পর থেকে বিশ্বের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে।

Ad