টিলাগাঁও দুর্ধর্ষ ডাকাতি। স্বর্ণালংকার সহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট।

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

টিলাগাঁও দুর্ধর্ষ ডাকাতি। স্বর্ণালংকার সহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট।
booked.net

 

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার সময় টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত ২টায় ১০-১২ জনের একটি ডাকাত দল আশ্রয়গ্রামের ইয়াকুব আলী খানের বাড়ীতে ঘরের কলাপসেবল গেটের তালা ভেঙ্গে প্রথমে ঢুকে। তারপর ঘরের দুটি দরজা ভেঙ্গে ঢুকার পর পরিবারের সদস্যদের একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

ডাকাতদলের অধিকাংশই মুখোশধারী ছিল বলে জানান ইয়াকুব আলী খানের ছেলে ইকরাম আলী খান। এসময় ডাকাতরা আলমীরা ও সোকেইছের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা, মোবাইল ফোন এবং ২০ ভরি স্বর্ণালংকার নেয়। ডাকাতদলের সাথে রাম-দা, পিস্তলসহ দেশীয় অস্ত্র-শস্ত্র ছিল। পরিবারের সদস্যদের দাবি ডাকাতদলের অধিকাংশ মুখোশধারী হলেও তাদের ভাষা ছিল আঞ্চলিক। এরা আশপাশ এলাকার হতে পারে বলে তারা সন্দেহ করছেন। ডাকাতরা নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আরো পড়ুনঃ কুলাউড়ায় পৌরসভার অর্থায়নে আবারও সচল হলো সিসি ক্যামেরা।

এদিকে খবর পেয়ে শুক্রবার দুইদফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশসুপার সাদেক কাউসার দস্তগীর, ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক, থানার অফিসার ইনচার্য বিনয় ভূষণ রায় ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad