কুলাউড়ায় অটোরিকশা-সিএনজি চালকদের বিক্ষোভ। ধাওয়া পাল্টা ধাওয়া।

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

কুলাউড়ায় অটোরিকশা-সিএনজি চালকদের বিক্ষোভ। ধাওয়া পাল্টা ধাওয়া।
booked.net

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পৌর শহরের প্রধান সড়ক বন্ধ করে এ বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

জানা যায়, শনিবার সকালে উত্তর বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সিএনজি চালকেরা বিক্ষোভ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে দুপুর ১২টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মুখে প্রধান সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালকরা অবস্থান নিয়ে ঘন্টাখানেক সড়ক অবরোধ করেন। পরবর্তীতে থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, উভয় পক্ষের শ্রমিক ও শ্রমিক নেতাদের নিয়ে বিকেলে থানায় ডাকা হয়। কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার কেউ সে বৈঠকে আসেনি। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উভয় পক্ষকে থাকার জন্য বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad