ঈদের দিন প্রচারিত হবে হানিফ সংকেত এর নাটক- যুগের হুজুগে।

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১

ঈদের দিন প্রচারিত হবে হানিফ সংকেত এর নাটক- যুগের হুজুগে।
booked.net

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ- প্রতি ঈদের মত এবারও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। তার এবারের নাটকের নাম ‘যুগের হুজুগে’।

Manual7 Ad Code

প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮:৫০ মিনিটে। বরাবরের মত এবারও তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর নাটক।

আজকালকার নায়ক-নায়িকা নির্ভর নাটকের ভিড়ে হানিফ সংকেতের নাটক পরিবার কেন্দ্রিক হয় বলে সব শ্রেণি পেশার দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হয়। একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।হানিফ সংকেত

Manual1 Ad Code

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিণয় ভদ্র সহ আরো অনেকে।

Ad

Follow for More!