মোস্তফা মহসীনের রাইনের তীরে শুভসন্ধ্যা ভ্রমণ গল্প বইয়ের মোড়ক উন্মোচন।

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

মোস্তফা মহসীনের রাইনের তীরে শুভসন্ধ্যা ভ্রমণ গল্প বইয়ের মোড়ক উন্মোচন।
booked.net

Manual8 Ad Code

সংবাদ দাতাঃ- ভ্রমণ গল্প নিয়ে রচিত কবি ও লেখক মোস্তফা মহসীনের রাইনের তীরে শুভসন্ধ্যা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলে জিয়নকাঠি সাহিত্য সংসদের আয়োজনে লেখকের বাসায় আয়োজিত পাঠ-পর্যালোচনা কেন্দ্রিক সাহিত্য আড্ডা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় ও কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিনের সভাপতিত্বে বইটির বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এম. মছব্বির আলী। এসময় বক্তব্য রাখেন সংগঠক রফিকুল ইসলাম টিপু, লেখক ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক প্রাবন্ধিক মাজহারুল ইসলাম রুবেল, সুর শৈলির প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা পাবেল, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন লেখকের সহধর্মীনি রাজনগর সরকারি কলেজের প্রভাষক সাজেদা মহসীন। এসময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক মহা বিদ্যালয়ের প্রভাষক আতিকুল ইসলাম, আজকের দর্পন প্রতিনিধি নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, প্রথম আলো বন্ধুসভা কুলাউড়া’র কাওসার আহমদ সাব্বির, প্রত্যয়ে’র আজহার মুনিম শাফিন, অনুলিপি কুলাউড়া’র আশিকুল ইসলাম বাবু, কালের কণ্ঠ শুভসংঘের সাদিয়া জাহান, সামিয়া জাহান, প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!