মা’ হচ্ছেন হাসিন।

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

মা’ হচ্ছেন হাসিন।
booked.net

Manual1 Ad Code

অনলাইন ডেস্কঃ- জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হাসিন রওশন ফের মা হতে যাচ্ছেন। তবে এটা তার দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হয়েছিলেন তিনি। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন।

Manual7 Ad Code

মা হওয়ার সংবাদটি শনিবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে বেবিবাম্পের কয়েকটি ছবি প্রকাশ করে হাসিন নিজেই খবরটি জানান দেন।

Manual2 Ad Code

অন্তঃসত্ত্বা হওয়ার অনুভূতি জানিয়ে ফেসবুক পোস্টে হাসিন লিখেন, ‘মা হওয়ার অনুভূতিটা’ই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্য বার। আলহামদুলিল্লাহ্। কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন। ’

২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন হাসিন রওশন। পরের পাঁচ বছরে নাটক, বিজ্ঞাপন চিত্র, মডেলিং সব মাধ্যমে নিয়মিত কাজ করেন তিনি।

২০১২ সালে ব্যবসায়ী মারুফুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের পর কিছুদিন শো’বিজে কাজ করলেও বর্তমানে স্বামী, সংসার ও নিজের ইন্টেরিয়র ফার্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন হাসিন রওশন।

Manual7 Ad Code

Ad

Follow for More!