বরমচাল থেকে ধর্ষক রাজু চামটা দাস গ্রেফতার।

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

বরমচাল থেকে ধর্ষক রাজু চামটা দাস গ্রেফতার।
booked.net
Manual5 Ad Code

শেখ সুমনঃ- কুলাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীর নাম রাজু চামটা দাস (২৬)। তার পিতার নাম-মৃত রাম দরিয়া দাস, সাং-বরমচাল চা বাগান, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।

Manual7 Ad Code

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারী  বরমচাল চা বাগানের এক  কিশোরীকে (১৫) মাটি কাটার কাজে নিয়ে পৌছে দেওয়ার কথা বলে  কুলাউড়া থানাধীন ০২নং ভূকশিমইল ইউপির অন্তর্গত বাদে ভূকশিমইল গ্রামের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে রাজু চামটা দাস জোরপূর্বক ভাবে ধর্ষন করে।

Manual4 Ad Code

উক্ত ঘটনায় ভিকটিমের মা’ বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করলে কুলাউড়া থানার  অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জিবান গত ১৭ ফেব্রুয়ারী রাত্রি বেলায় সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে বরমচাল চা বাগান এলাকা হইতে ধর্ষক রাজু চামটা দাসকে গ্রেফতার করতে সক্ষম হন।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানার মামলা নং-১৮(০২)২০২২ ইং মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!