বিয়ের আগেই কৌশানী-বনি’র হানিমুন!

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

বিয়ের আগেই কৌশানী-বনি’র হানিমুন!
booked.net

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ টালিউডে তরুণ প্রজন্মের আলোচিত পর্দা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রকাশ্যে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তারা। এ নিয়ে লুকোচুরির কোনও চেষ্টা করেননি কেউই। আর এই জায়গা থেকেই অন্য সবার থেকে আলাদা এই জুটি।

একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সময় কাটানো, সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই জুটি। সম্প্রতি প্রি-ওয়েডিং হানিমুনের জন্য ভারতের গোয়ায় গিয়েছিলেন তারা। সমুদ্রের উত্তাল জলরাশি আর সৈকতের বালুকায় একান্তে সময় কাটিয়েছেন। নিজেদের সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও ভুল করেননি।

Manual8 Ad Code

গোয়ায় সপ্তাহ খানেক কাটিয়ে কলকাতায় ফিরেন এই প্রেমিক জুটি। গেলো ১০ আগস্ট ছিলো বনির জন্মদিন। প্রেমিকের জন্মদিন ঘটা করে পালন করেছেন কৌশানী। সেই সঙ্গে গোয়ায় কাটানো সুন্দর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেও বনিকে শুভেচ্ছা জানিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

Manual8 Ad Code

Ad

Follow for More!