কুলাউড়ায় প্রচেষ্টা’র আয়োজনে মানসিক অসুস্থতা নিরুপন ক্যাম্প সম্পন্ন।

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

কুলাউড়ায় প্রচেষ্টা’র আয়োজনে মানসিক অসুস্থতা নিরুপন ক্যাম্প সম্পন্ন।
booked.net
Manual4 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- বেসরকারী উন্নয়ন সংস্থা ‘প্রচেষ্টা’ কতৃক বাস্তবায়িত সিডিডির সহযোগীতায় এবং সিবিএম এর অর্থায়নে প্রমোশন অব হিউম্যান রাইটস অব পারসনস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানসিক অসুস্থতা নিরুপন ক্যাম্পের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

১১ সেপ্টেম্বর শনিবার পৃথকভাবে উক্ত ক্যাম্প পরিচালনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের (সাইকিয়াট্রি) সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাঈদ এনাম। ক্যাম্পে আসা মানসিক অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যেককে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরবর্তীতে শুধু বাছাইকৃতদের মাঝে ওষুধ বিতরণ করা হবে। ক্যাম্প পরিচালনার সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- প্রচেষ্টার প্রজেক্ট কো অডিনেটর মুক্তা রানী দেব, সিডিআরপির সুজিত বাড়াইক,প্রচেষ্টার সিএম পূর্ণিমা অলমিক, এপেক্স বডির সদস্য বৃষ্টি কৈরী, রীনা অলমিক, মাধবী অলমিক ও স্বপ্না বৈদ্য,প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!