আজ আলালপুরের আজিমুশ্বান জলছা।

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

আজ আলালপুরের আজিমুশ্বান জলছা।
booked.net
Manual7 Ad Code

অনিক রহমানঃ- কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ ছূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা আবু ইউছুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ)’র ৬৩তম ইছালে সওয়াব উপলক্ষে কুলাউড়ার আলালপুরে আজিমুশ্বান জলছা শুরু হয়েছে আজ।  যা বাদ ফজরের (সোমবার) নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হবে।

Manual5 Ad Code

দেশ বিদেশের আল্লামা ফুলতলী (রহঃ)’র হাজার হাজার মুরিদীন- মুহব্বিনগণ ঐতিহাসিক কুলাউড়া আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণের এই মাহফিলে ধীরে ধীরে  সমবেত হচ্ছেন। মাহফিলে সভাপতিত্ব করছেন ফুলতলী (রহঃ)’র বড় ছাহেব ক্বিবলাহ মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী।

Manual7 Ad Code

জানা যায়, শাহ্ ছূফী আলহাজ্জ হযরত মাওলানা আবু ইউছুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ) এর অন্যতম খলিফা ছিলেন কুলাউড়া আলালপুর নিবাসী হযরত হাফিজ আপ্তাব খান (রহঃ)। বদরপুরী (রহঃ) মৃত্যুর পর আল্লামা ফুলতলী (রহঃ) সহ বদরপুরী (রহঃ) এর তৎকালীন পূর্ব পাকিস্তানে খলিফাদের সাথে পরামর্শ করে নিজ বাড়ীতে বাৎসরিক মাহফিলের আয়োজন করেন। তৎকালীন সময় আল্লামা ফুলতলী (রহঃ) ইসালে সওয়াব মাহফিলের নাম প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে ১৯৫৮ সাল থেকে এই মাহফিল শুরু হয়।

উল্লেখ্য যে, দীর্ঘ ৬২ বছরের পথ পরিক্রমায় অসংখ্য আউলিয়া কেরামের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে কুলাউড়ার এই পবিত্র মাহফিল। উপমহাদেশের প্রখ্যাত পীরে কামিল আল্লামা ফুলতলী (রহঃ), আল্লামা বিশকুটি (রহঃ), হযরত মাওলানা আব্দুশ শুকুর এখতিয়ারপুরী (রহঃ), মাওলানা শাতির আলী বারগাত্তী (রহঃ), হযরত মাওলানা হরমুজ উল্লাহ শায়দা (রহঃ), হযরত মাওলানা মাহমুদুর রহমান বদরপুরী (রহঃ) সহ অসংখ্য বুজুর্গানে কেরামদের নেক তাওয়াজ্জুহ রয়েছে পবিত্র এই ঈসালে মাহফিলের উপর।

Manual8 Ad Code

Ad

Follow for More!