শরীফপুরে জমি নিয়ে বিরোধ। প্রতিপক্ষের হামলায় ২ জন আহত।

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

শরীফপুরে জমি নিয়ে বিরোধ। প্রতিপক্ষের হামলায় ২ জন আহত।
booked.net

নিজস্ব প্রতিনিধিঃ-কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত মৃন্ময় গোস্বামী (৭২) এর অবস্থা আশংকাজনক। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৩ দিন থেকে তিনি সংজ্ঞাহীন। প্রতিপক্ষের হামলায় তাঁর পুত্র মনিদীপ গোস্বামীও (৩৫) আহত হন। এ ব্যাপারে মনিদীপ গোস্বামী বাদী হয়ে হামলাকারী কৃপাময় গোস্বামী শিপু (৪২), বিশ্বজিৎ গোস্বামী শিতল (৪৯), জয়ন্ত গোস্বামী (৩৬) সহ ৬ জনের বিরুদ্ধে ২৬ মার্চ কুলাউড়া থানায় মামলা (নং ২০) দায়ের করেছেন। এ ব্যাপারে পুলিশ জানায়, হামলাকারীদের ধরতে তারা জোর তৎপরতা চালাচ্ছে।

জানা যায়, মানগাঁও গ্রামের বাসিন্দা মৃন্ময় গোস্বামীর সাথে বসতবাড়ী সহ আরও কিছু জমিজমা নিয়ে একই বাড়ীর বাসিন্দা কৃপাময় গোস্বামী, বিশ্বজিৎ গোস্বামী, জয়ন্ত গোস্বামী গংদের বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় দেশীয় অস্ত্র দা, লাঠি, রড নিয়ে কৃপাময় গোস্বামীর নেতৃত্বে ৫-৬ জন মিলে মৃন্ময় গোস্বামী ও তার পুত্র মনিদীপ গোস্বামীর ওপর হামলা চালায়। এতে মৃন্ময় গোস্বামীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয় এবং তার ছেলে মনিদীপ গোস্বামী পায়ে গুরুতর আঘাত পায়। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু কুমার দাসগুপ্ত জানান, ২৮ মার্চ মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে হামলার সত্যতা পেয়েছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, মামলা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে।

ছবিঃ- হামলায় আহত মৃন্ময় গোস্বামী।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad