কুলাউড়ায় লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

কুলাউড়ায় লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে শিক্ষা কর্মশালা (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ শিক্ষা কমিশনের আয়োজনে শিক্ষা কর্মশালায় ‘অংশগ্রহণ মূলক শিক্ষণ-শিখন পরিবেশঃ শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা’ শীর্ষক মূলসুর উপস্থাপন করেন লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজ ওএমআই।

লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিকা খংলার সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশিলিয়া লামুরং।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় আমন্ত্রিত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন শাহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লছমন কৈরী, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় দেবনাথ, কর্মধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনি শংকর দেব, হলিক্রস স্কুলের প্রধান শিক্ষক শিউলী গমেজ, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশীষ আচার্য।

সমাপনী পর্বে বক্তারা যুগোপযোগী আধুনিক শিক্ষার কর্মকৌশল গ্রহণে এ শিক্ষা কর্মশালা অংশগ্রহণ কারীদের জন্য সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি অর্জিত বিদ্যা শ্রেণীকক্ষে প্রয়োগের মাধ্যমে ছাত্র ছাত্রীরাও উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad