রাজনীতি সমাজে অক্সিজেনের মতো কাজ করে- জহির উদ্দিন স্বপন।

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

রাজনীতি সমাজে অক্সিজেনের মতো কাজ করে- জহির উদ্দিন স্বপন।
booked.net

Manual4 Ad Code

স্টাফ রিপোর্ট:- রাজনীতি সমাজে অক্সিজেনের মতো কাজ করে। যে সবচেয়ে বেশি রাজনীতিকে ঘৃণা করে সেও কিন্তু  রাজনীতির মধ্যে বাস করে এবং সেটার প্রমাণই গত ৫ আগস্ট। যারা বলেছে, আমরা কোটা চাই কিন্তু শেষ পর্যন্ত কোটার দাবি আর কোটাতে থাকে নাই। এটা এতটাই রাজনৈতিক দাবীতে পরিণত হয়েছে যে প্রধান রাজনৈতিক দলের ব্যক্তিকে দানব হিসেবে চিহ্নিত করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আগামীতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে ছাত্রজনতার আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে।২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে কুলাউড়া পৌর শহরস্থ দখিন দাওয়া নামের একটি হলরুমে মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ শরীফুজ্জামান চৌধুরী তপনের ‘সাঁঝবেলা’ উপন্যাসের প্রকাশনা উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন উপরোক্ত কথা গুলো বলেন।

 

তিনি আরো বলেন, প্রচলিত রাজনৈতিক দলগুলির বাইরেও সাধারণ মানুষের লক্ষ্য মানুষের সংশ্লিষ্টতা দল নিরপেক্ষ মানুষের রক্ত ও জীবন দান, আবু সাঈদের দুই হাত তুলে নিজের জীবন উৎসর্গ করা। এই যে কোটি কোটি নির্দলীয় মানুষের প্রতি রাজনৈতিক মনষ্কতা তৈরি করে এটাই কিন্তু হচ্ছে রাজনৈতিক সাহিত্যের কাজ। শরিফুজ্জামান চৌধুরী তপন ছাত্রদলের নেতা এবং একজন রাজনৈতিক কর্মী হয়ে সাহিত্য নিয়ে যে চর্চা করছেন সেটি একটি উদাহরণ।

 

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ বলেন, আমাদের সবার দায়িত্ব হলো এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে রাজনীতিবিদদের ভূমিকা প্রধান। ছাত্রজনতার যে আকাঙ্খা, বিপ্লব ও অভ্যুথানের যে পরিবর্তন সেই রক্তের সাথে যেন তারা বেঈমানী না করেন সেই আহবান জানাচ্ছি প্রবাসীরা আমাদের থেকেও আরো বেশি দেশপ্রেমিক। তাদের রক্তের মূল্যে রেমিট্যান্স বা রিজার্ভ নিয়ে আমরা এত অহংকার করি, শূন্য থেকে ২১ বিলিয়ন এসেছে রিজার্ভ। আমি সংবিধান সংস্কার কমিশনে একটা সময় যখন আমাকে ডাকা হয় তখন আমি প্রস্তাব করেছি, শুধু সংসদে নয় মন্ত্রিসভায়ও যেন প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকে, এটা নিশ্চিত করতে হবে। কারণ এটা করতে কারণ প্রবাসীরা এবং দেশের গার্মেন্টসের কর্মীরা দেশের জন্য দুটি লাইফ লাইন। এ দুটিকে মাইনাস করলে আমরা হয় দুর্ভিক্ষে পড়বো না হয় মারা যাবো। সুতরাং এর মধ্যে থেকেও যারা প্রবাসে থেকে এত নির্যাতন সহ্য করে সাহিত্য চর্চা করছেন তাদের মধ্যে শরীফুজ্জামান চৌধুরী তপন অন্যতম।

 

Manual2 Ad Code

রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও কবি ইব্রাহিম খলিল ও শহীদুল ইসলাম তনয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঁঝবেলা উপন্যাসের লেখক প্রবাসী কমিউনিটি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী, কুলাউড়ার সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, তৈমুল হোসেন খান, সিলেট এমসি কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন বাবলু, অবসরপ্রাপ্ত শিক্ষক ড.আব্দুর রকিব ও আয়েশা আক্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম আয়েশা সিদ্দিকা, প্রভাষক সিপার আহমদ, লেখক অপূর্ব শর্মা, কবি মোস্তফা মহসিন, রাজনীতিবিদ রেদোয়ান খান, বদরুজ্জামান সজল, মইনুল ইসলাম শামীম, সুফিয়ান আহমেদ, সংগঠক শফিক মিয়া আফিয়ান, ব্যবসায়ী শেলুর রহমান, সংস্কৃতিকর্মী নির্মাল্য মিত্র সুমন, কদরুল হক মারুফ, বিপুল চক্রবর্তী, লেখক ও কবি মোস্তফা মহসীন, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, সব্যসাচীর সম্পাদক নুরুল ইসলাম ইমন, বিন্দুর সম্পাদক সিরাজুল আলম জুবেল, আব্দুল খালিক, তাহেরা চৌধুরী বীনা, সাংবাদিক মোক্তাদির হোসেন, এম শাকিল রশীদ চৌধুরী ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন উপন্যাস ‘সাঁঝবেলা’ এর প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

 

Manual8 Ad Code

উল্লেখ্য,সাঁঝবেলা গ্রন্থটিতে জুলাই আগস্ট বিপ্লবের পটভূমি সহ সামাজিক রাজনৈতিক বিষয় সমূহ স্থানের পাশাপাশি গ্রন্থটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উৎসর্গ করা হয়েছে।

Manual2 Ad Code

 

ছবি- কুলাউড়ায় সাঁঝবেলা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!