শুভ নববর্ষ- ১৪৩০..

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

শুভ নববর্ষ- ১৪৩০..
booked.net

চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান কাল থেকে বাঙালি জাতি তার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। বাংলা নববর্ষের উৎসব একটি সর্বজনীন উৎসব। যার সাথে দেশের আদিবাসী জনগোষ্ঠী সহ বাংলাদেশের সকল নৃ-গোষ্ঠীর নিবিড় সম্পর্ক রয়েছে।

পহেলা বৈশাখ সব ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নিত্য নতুন ভাবে জাগ্রত হয়। মানুষে মানুষে গড়ে ওঠে সৌহার্দ্য, সাম্য ও সম্প্রীতি।

বিগত বছরে নানা ঘটনার জ্বলন্ত সাক্ষী হয়ে ১৪২৯ সালের চৌকাঠ ডিঙ্গিয়ে ১৪৩০ সালের প্রভাতে অজানা এক কাল-প্রাঙ্গনের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বাংলা নববর্ষের এই প্রথম প্রহরে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রিয় মুখদের কুলাউড়া’র মুখপাত্র ভয়েস অব কুলাউড়া’র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাক সকল শ্রেণি পেশা’র মানুষ। সবার প্রতিটি মুহূর্ত কাটুক সুখ স্রোতে, ভিজে,ভিজে।

শুভেচ্ছান্তে।– নুরুল ইসলাম ইমন ও আব্দুল কাইয়ুম মিন্টু।

Ad