রাউৎগাঁও বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত।

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

রাউৎগাঁও বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থা (এনএনএস)’র উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ সম্মুখে ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী সোহাগের সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন হিরো, ইউপি সদস্য সুফিয়ান আহমদ ও লুৎফর রহমান,প্রমুখ।

এসময় বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন। এতে বিনামূল্যে ৫শ’ মানুষের চোখ পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮৫ জন ছানিপড়া রোগীকে বাছাই করে ক্যাটারেক্ট অপারেশন ও লেন্স সংযোজন করার জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad