খেইড়টিলা মাঠে ফুটবল লীগের ফাইনাল সম্পন্ন ।

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

খেইড়টিলা মাঠে ফুটবল লীগের ফাইনাল সম্পন্ন ।
booked.net

আব্দুল কুদ্দুসঃ- স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্য নিয়ে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত হাজীপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২১ সম্পন্ন হয়েছে। হাজীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ৩১ ডিসেম্বর বিকেলে পীরের বাজার খেইড়টিলা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে কে এইচ ফুটবল এসোসিয়েশন ৩নং ওয়ার্ড মুখোমুখি হয় জাগরণ স্পোর্টিং ক্লাব ৯নং ওয়ার্ডের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের শুরুতেই অতিথি খেলোয়াড় রাসেলের গোলে এগিয়ে যায় ৩নং ওয়ার্ড। তবে খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে গোল পরিশোধ করেন ৯নং ওয়ার্ডের দেলোয়ার। শেষ মেষ টাইব্রেকারে বিজয়ের হাসি হাসে ৯নং ওয়ার্ড। 

সমাপনী অনুষ্ঠানে হাজীপুর ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি,উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরুস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – হাজীপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ বক্স, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউর রহমান কয়ছর, কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাউদ্দিন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ কমিশনার গোলজার আহমদ চৌধুরী, হাজীপুর ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী হারুন, সহ সম্পাদক বুলবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, কোষাধ্যক্ষ ফজলুল হক, প্রমুখ।

ফাইনাল খেলা পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি মুসা আহমেদ সুয়েট। সহযোগিতায় ছিলেন হামিদুর রহমান চৌধুরী মুরাদ ও রিয়াজ আহমদ সিপন।

Ad