কুলাউড়া পৌরসভার দুঃস্থ ও অসহায় পরিবারে ৪২ মেট্টিক টন চাল বিতরণ।

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

কুলাউড়া পৌরসভার দুঃস্থ ও অসহায় পরিবারে ৪২ মেট্টিক টন চাল বিতরণ।
booked.net

 

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া পৌরসভায় কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ, কর্মহীন,দুঃস্থ ও অসহায় ৪ হাজার ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সরকারের ত্রাণ ও দুযোর্গ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা হিসেবে ৪২ মেট্টিক টন চালবিতরণ করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব ও গণমুখী। এই সরকার গরীব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন।

মেয়র বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। প্রয়োজনে সকলের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অসহায়

 

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, পৌরসভার সচিব শরবিন্দু রায় ও সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদুল আজহার পূর্বে ৪ হাজার ৬শ’ ২১ পরিবারের মধ্যে ভিজিএফের ৪৬ মে. টন চাল এবং নদগ ২ লক্ষ টাকা ৪শ’ কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad