করোনা ভ্যাকসিন নেওয়ার বয়স ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

করোনা ভ্যাকসিন নেওয়ার বয়স ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।
booked.net

অনলাইন ডেস্কঃ- করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে। তাই বাংলাদেশি নাগরিকরা এখন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন ২৫ বছর হলেই নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছরের বেশি বাংলাদেশি নাগরিকরা করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন। ফলে ২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা এখন থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন।

করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা.নাজমুল ইসলাম জানান, ”অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যক্রম আমরা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে ভ্যাকসিন সরবরাহ না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বন্ধুপ্রতীম জাপানের কাছ থেকে কিছু ভ্যাকসিন পেয়েছি। আশা করছি শিগগিরই ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারব।”

আরো পড়ুন :   ব্রিটিশ বাংলাদেশি সাদিয়ার ভলটিক স্প্রে রাখবে দুই সপ্তাহ করোনামুক্ত!

গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর দিন করোনার ভ্যাকসিন জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়স সীমা নির্ধারণ করেছিলো সরকার। এর আগে ৫৫ বছর বয়সীদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর ৩০ বছর ভ্যাকসিন নেওয়ার বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল।

Ad