হৃদয়ে হাজীপুর’ ম্যাগাজিনের প্রকাশনা অনুস্টান সম্পন্ন।

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

হৃদয়ে হাজীপুর’ ম্যাগাজিনের প্রকাশনা অনুস্টান সম্পন্ন।
booked.net

সংবাদ দাতাঃ-কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের আয়োজনে ‘হৃদয়ে হাজীপুর’ নামক ম্যাগাজিনের প্রকাশনা অনুস্টান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১৬ আগস্ট দুপুর ১২টায় স্থানীয় পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ মিলনায়তনে অনুস্টিত হওয়া প্রকাশনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী পরিষদের উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবুল কালাম।

প্রবাসী পরিষদের সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদুর রহমান নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী পরিষদের বাংলাদেশ সমন্বয়কারী জদিদ হায়দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ূব আলী, কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির।

এ ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সামছুল হক, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, অধ্যক্ষ চিন্ময় দে, প্রবাসী পরিষদের পৃষ্ঠপোষক হাজী সাইফুদ্দিন ও মনোহর আলী, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, সাবেক মেম্বার আব্দুল মুনিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী শামীম, ফজলুল হক, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন কবির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল ওয়াহিদ লিটন, মিছবাহ উজ্জামান, কাওছার আলী, মশিউর রহমান সোহাগ, রফিক আহমদ সামাদ, সিতাংশু শেখর ভট্টাচার্য্য সিতু, তুয়েল চৌধুরী, আজিজুর রহমান, আব্দুল কাশেম খান খোকন, তারেকুর রহমান, তারেক আহমদ, জহিরুল ইসলাম, আব্দুর রউফ, সাইফুল ইসলাম, নাদির আহমদ, মারুফ আহমদ জামাল, নেফুর আহমদ, রউফ আহমদ, নুরুল আহমদ, প্রমূখ।

আর্তমানবতা ও সংগঠনের সকল প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষে ‘হৃদয়ে হাজীপুর’ ম্যাগাজিন বইটির সম্পাদনা করেছেন কানাডা প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরী। ম্যাগাজিনে হাজীপুর ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য, পরিচিতি তুলে ধরা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad