ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২২

ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
booked.net

অনলাইন ডেস্কঃ- বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গতকাল  রোববার  সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক  এয়ারপোর্টে পৌঁছায় লঙ্কানদের বহনকারী  ফ্লাইটটি।

বাংলাদেশ সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন শিপের দুটি ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ও ২৩ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

সিরিজ শুরুর আগে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ গতকাল ঘোষণা করা হয়েছে।

মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন ১৪ সদস্যের সেই দলে টেস্ট স্কোয়াড থেকে শুধু মোসাদ্দেক হোসেন আছেন। এছাড়া সদ্যই টেস্ট দল থেকে বাদ পড়া পেসার আবু জায়েদ রাহি ও ওপেনার সাদমান ইসলামও আছেন দলে।আছেন টেস্ট দল থেকে আরো আগে বাদ পড়া সাইফ হাসানও।

প্রস্তুতি ম্যাচের দল:- মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন।

শ্রীলঙ্কা স্কোয়াড:- দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

Ad