সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
booked.net

Manual1 Ad Code

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। বয়ে চলে অনন্তকাল ধরেই… মহাকালের অমোঘ নিয়মেই ইতিহাসের পাতা থেকে বিদায় নেয় এক একটি বছর। সেভাবেই সুখ-দুঃখের অনেক ঘটনা প্রবাহের সাক্ষ্য হয়ে বিদায় নিলো ২০২১ সাল। শুরু হলো নতুন আরেকটা বছর ২০২২। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যতো…

আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে৷  পুরনো বছরের ভুলগুলো শুধরে পুনর্মূল্যায়নের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে। জীবনসংগ্রামী, লড়াকু ও আশাবাদী মানুষের প্রত্যাশা সব ধরনের বৈষম্যের বেড়াজাল টপকিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ। এ দেশে ফিরে আসবে উঁচুনিচু ভেদহীন একটি সমাজ, যেখানে সবাই হৃদয়ে সত্যিকারভাবে ধারণ করবে ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’ এই মানবিক বোধটা। নিরন্তর গতিময়তা আর নতুন আশার আলো প্লাবিত করবে দিক-দিগন্ত..

Manual3 Ad Code

মহাকালের অতলে হারিয়ে যাওয়া বছরকে শুভ বিদায় আর নতুন বছরকে সু-স্বাগতম। আবারও সবাইকে ভয়েস অব কুলাউড়ার পক্ষ থেকে জানাই ইংরেজি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা। শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২২।

Manual6 Ad Code

শুভেচ্ছান্তে – আব্দুল কাইয়ুম মিন্টু, সম্পাদক, ভয়েস অব কুলাউড়া।

Manual3 Ad Code

Ad

Follow for More!