লেবু চাষ করুন ফ্ল্যাটবাড়ির বেলকনিতে।

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মে ২১, ২০২১

লেবু চাষ করুন ফ্ল্যাটবাড়ির বেলকনিতে।
booked.net

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ- কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প জায়গায় ফ্ল্যাট বাড়ির বেলকনিতে লেবু চাষ করা সম্ভব।

জেনে নিন,কীভাবে সহজেই বেলকনিতে লেবু চাষ করা যায়-

প্রথমে আপনার পছন্দের লেবুর চারাটি নার্সারি থেকে সংগ্রহ করুন।

কেনার আগে অবশ্যই জেনে নিবেন সেই গাছ কতটা বড় হবে। কারণ গাছের আকৃতির ওপর নির্ভর করে টবের।

তাছাড়া বাড়িতে যদি পুরনো টব থাকে তাহলে সেটাকেই ভালোভাবে পরিস্কার করে কাজে লাগাতে পারেন।

Manual5 Ad Code

চাষ পদ্ধতিঃ

টবের নিচে জল নিষ্কাশনের ফুটো না থাকলে নিজেই সাবধানে ফুটো তৈরি করে নিন। কারণ জল জমে থাকলে গাছেরই ক্ষতি।

আপনার গাছ যদি বেশ বড় হবার সম্ভাবনা থাকে।  তাহলে প্লাস্টিকের পুরনো বালতিতেও এভাবে ফুটো করে টব বানিয়ে নিতে পারেন। তবে মাটির টবে গাছ লাগানোই ভালো।

আরো পড়ুনঃ টবে করুন ক্যাপসিকাম মরিচের চাষ।

নিচে দেবার জন্য মাটি বা প্লাস্টিকের প্লেট পাওয়া যায়। আপনার টবের আকৃতির থেকে একটু বড় আকৃতির প্লেট কিনুন। যাতে অতিরিক্ত জল মেঝে ময়লা না করে সেখানে জমা হয়।

Manual3 Ad Code

প্লেটে কিছু নুড়িপাথর রেখে তাতে জল দিয়ে দিন। এরপর এর ওপরে রাখুন আপনার টবটাকে। এতে সরাসরি গাছের শিকড়ে জল লাগবে না কিন্তু গাছ ঠিকই প্রয়োজনীয় আর্দ্রতা পাবে।

Manual3 Ad Code

তলায় কিছু খোয়া বিছিয়ে দিন। তার ওপরে মাটি ভরে দিন। টবের অর্ধেক পরিমাণ মাটি দিয়ে ভরুন। একটু অম্লীয় মাটি লেবুর জন্য ভালো। মাটিতে কম্পোস্ট যোগ করে নিতে পারেন।

নার্সারি থেকে আনা গাছটিকে এবার টবের ভেতরে স্থাপন করুন। টবের খালি অংশ মাটি দিয়ে ভরে দিন। মাটি বেশী চেপে দিন যাতে অতিরিক্ত বাতাস না থাকে।

পরিচর্যাঃ

গাছে জল দিতে হবে নিয়মিত। আর লেবু গাছ ভাল রাখার জন্য এই জলটাকে একটু অম্লীয় করে নিতে পারলে ভালো।

জল দেবার সময় ১লিটার জলে আধা চা-চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিতে পারেন।

ঘরের ভেতরে গাছ রাখলে একটা স্প্রেয়ার ব্যবহার করে এর পাতায় জল স্প্রে করতে পারেন। এতে গাছ ভাল থাকবে।

তবে বৃষ্টি বাদলার দিনে বাতাসের আর্দ্রতা বেশি থাকে বলে এটা করার দরকার হবে না।

দক্ষিণমুখী জানালার কাছে রাখুন আপনার লেবুর টব, কারণ আলো বাতাসে এই গাছ ভালো বাড়বে। ৮-১২ ঘণ্টা সূর্যের আলো পেলে ভালো।

নাইট্রোজেন বেশি আছে এমন মিশ্র সার দিতে হবে লেবু গাছের গোড়ায়। মাসে একবার বা দুইবার সার দিলেই যথেষ্ট।

Manual7 Ad Code

মাঝেমধ্যে লেবু গাছের ডালপালা ছাঁটাই করে দিতে হবে।মরা, ভাঙ্গা এবং রোগাক্রান্ত ডাল কেটে ফেলা জরুরী।

Ad

Follow for More!