ফের বৃদ্ধি পেয়েছে সয়াবিন তেলের দাম।

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

ফের বৃদ্ধি পেয়েছে সয়াবিন তেলের দাম।
booked.net
Manual1 Ad Code

অনলাইন ডেস্কঃ- দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়ালো ১৯২ টাকা। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

Manual5 Ad Code

চলতি মাসের ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

Manual8 Ad Code

গত ৬ ফেব্রুয়ারি লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর কয়েক দফায় বেড়েছে সয়াবিন তেলের দাম। সবশেষ ঘোষণা অনুযায়ী ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!