পৌরসভা কর্তৃক রিক্সাভাড়ার খসড়া তালিকা প্রকাশ এবং মতামত।

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

পৌরসভা কর্তৃক রিক্সাভাড়ার খসড়া তালিকা প্রকাশ এবং মতামত।
booked.net

 নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া পৌরসভাধীন বিভিন্ন রূটে রিক্সা/ইলেক্ট্রিক রিক্সা ভাড়া নির্ধারণ করে সম্প্রতি পৌরসভা কর্তৃপক্ষ একটি খসড়া তালিকা তাদের ওয়েব-পেইজে প্রকাশ করেছেন এবং নাগরিকের মতামত চাওয়া হয়েছে।

এরই প্রেক্ষিতে গত ২৪এপ্রিল,২০২২ তারিখে দক্ষিণ মাগুরায় বসবাসকারী এডভোকেট আনোয়ারুল ইসলাম পৌরবাসীর পক্ষ থেকে তাঁর লিখিত একটি মতামত প্রকাশ করেছেন।

লিখিত মতামতটি ঐ দিনই তাঁর পক্ষে সমাজকর্মী ও তালামীযে ইসলামীয়ার স্থানীয় নেতা ক্বারী আজিজুল ইসলাম পৌরসভা দপ্তরে জমা দেন।

প্রকাশিত খসড়া তালিকায় পৌরসভা এলাকার মধ্যে স্বল্পতম দুরত্বের ক্ষেত্রে কোনো নূন্যতম বা কমনভাড়া নির্ধারণ করা হয়নি। যার কারণে তালিকায় ধার্য্যভাড়া নিয়ে স্বল্প-দুরত্বের যাত্রী ও ড্রাইভারের মধ্যে ভূল বুঝাবুঝি তৈরী হতে পারে। কারণ প্রত্যেকটি এলাকার প্রারম্ভিক স্থান ও শেষ সীমার মধ্যে দুরত্বের অনেক পার্থক্য থাকে। তাই তালিকায় উল্লেখিত ভাড়াকে শেষ সীমানার জন্য প্রযোজ্য করা ও এলাকা নির্বিশেষে স্বল্পতম দুরত্বে (আনুমানিক আধা-কিলোমিটার) একটি নূন্যতম ভাড়া নির্ধারণ করে দেয়া উচিৎ বলে এড. আনোয়ারুল ইসলাম তাঁর লিখিত মতামতে উল্লেখ করেছেন।

পৌরবাসী মনে করছেন, তালিকায় যাই বলা থাকুক না কেন সার্বজনীন ভাবে স্বল্প-দুরত্বে এরকম একটি নূন্যতম কমনভাড়া নিধারিত থাকলে যাত্রী ও রিক্সা ড্রাইভারের মধ্যে ভূল বুঝাবুঝি বা সমস্যা থাকবেনা। তাছাড়া তিনি স্বল্প-দুরত্বে সর্বনিম্ন ভাড়া দশ টাকা রাখার প্রস্তাব করেছেন।

Ad