৩নং ভাটেরা ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ৮, ২০২১

৩নং ভাটেরা ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য
booked.net

ডেস্ক রিপোর্ট: দক্ষিন এশিয়ার সর্ববৃহত হাওর হাকালুকি হাওরের পশ্চিমাংশে অবস্থিত, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ৩নং ভাটেরা ইউনিয়ন।

এ  ইউনিয়নে যেমনি রয়েছে সমতল ভূমি , তেমনি রয়েছে অসংখ্য উঁচু নিচু টিলা, চা বাগান, রাবার বাগান, হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা ইত্যাদি।

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন প্রাকৃতিক সম্পদের ভরপুর । প্রাকৃতিক গ্যাস, চা, রাবার সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের কারনে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত ভাটেরা।

আয়তন – ৩১.৩২ (বর্গ কিঃ মিঃ)

২০০১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ৩নং ভাটেরা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২১০০ জন (প্রায়)

১৫ টি মৌজা ও ২৬ টি গ্রাম

হাট বাজার রয়েছে ১ টি।

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ট্রেন/বাস/পিকআপ/সিএনজি/টেম্পু।

২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী শিক্ষার হার ৬৫ শতাংশ।

এ ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮টি। উচ্চ বিদ্যালয় আছে ১টি , কলেজ ১টি এবং সর্বমোট মাদরাসা আছে ৮টি।

♦  এক নজরে ৯ নং কুলাউড়া টিলাগাঁও ইউনিয়ন।  ♦

গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
ঐতিহাসিক/পর্যটন স্থান – ১। ভাটেরা রাবার বাগান

Ad