কুলাউড়া পৌরসভায় সাপ্তাহিক হাট-বার নির্ধারন।

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১

কুলাউড়া পৌরসভায় সাপ্তাহিক হাট-বার নির্ধারন।
booked.net

শেখ সুমনঃ-পৌর শহরকে আরো গতানুগতিক করার লক্ষ্যে এবং ব্যবসায়ীদের স্বার্থে সাপ্তাহিক হাট-বার নির্ধারনের জন্য কুলাউড়া পৌরসভা ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌর মিলনায়তনে অনুস্টিত হওয়া সভায়; কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, প্রধান শিক্ষক এনামুল ইসলাম, প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু,কাউন্সিলর সাইফুর রশীদ সুমন ,কাউন্সিলর মো কায়ছার আরিফ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি, ক্রীড়া সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল ও ওয়ার্ড সদস্য শেখ সুমন।

আরো পড়ুনঃ কুলাউড়ায় গৃহকর্মীর মৃত্যু নিয়ে ধূম্রজাল

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান,সচিব শরবিন্দু রায়, কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, মহিলা কাউন্সিলর লাইলী বেগম, সুফিয়া রহমান, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, সাংবাদিক সাইদুল হাসান সিপন, ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব, অশোক চন্দ্র, গৌছ মিয়া, মোঃ নজরুল ইসলাম, রাজু আহমেদ দুলাল, কাউছার আহমদ সাব্বির,রিংকু বর্ধন, শের আলী, মারুফ আহমদ জালাল, আব্দুল মন্নান, হায়দর আলী, মোঃ সোনা মিয়া,জুনেদ আহমদ, প্রমুখ।

উল্লেখ্য যে,সভায় সপ্তাহের প্রতি বুধবার কুলাউড়া পৌর শহরে ‘সাপ্তাহিক হাট-বার’ হিসেবে নির্ধারন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad