স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন। মুগ্ধ হলেন পৌরসভার মেয়র।

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন। মুগ্ধ হলেন পৌরসভার মেয়র।
booked.net

 

এইচডি রুবেল – কুলাউড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্গত দেখিয়ারপুর গ্রামের প্রধান রাস্তাটি দুই যুগেরও বেশি সময় ধরে অল্প বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যেতো। এরই পরিপ্রেক্ষিতে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের নির্দেশে গত ৯ জুন সড়কের দুই ধারে  স্বেচ্ছাশ্রমে দুই ফুট উঁচু এবং পাঁচ ফুট প্রশস্ত করে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে এক্সেলেটর দিয়ে মাটি ভরাটের কারণে প্রায় এক কিলোমিটার রাস্তায় জমে থাকা কাদা ও ময়লা জমে যায়। যা আজ (১১ জুন) স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলো স্থানীয় যুবকরা। এ সময় তাদের দেখতে আসেন মেয়র সিপার উদ্দিন আহমদ।তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এমন কার্যক্রম দেখে আমি মুগ্ধ, আপনাদের স্বতঃস্ফুর্ত পরিচ্ছন্নতার কাজ দেখে নিজেও অনুপ্রেরণা পেয়েছি। আশা রাখি আপনাদের এই কাজ দেখে বাকী ৮ টি ওয়ার্ডের যুব সমাজ উদ্বুদ্ধ হবে।”

স্বেচ্ছাশ্রমে

স্বেচ্ছাশ্রমে স্বতঃস্ফুর্ত ভাবে যারা অংশ গ্রহণ করেছেন তারা হলেন- ছালে,আবুল,রুস্তম,পারভেজ, হারুন, রুবেল, তারেক,সেন্টু, আহাদ, ফখরুল, আবুল আহমদ, সাইদুল, ফারুক,আরজান, জাহিদ, আসুক, মামুন, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad