নতুন প্রিমিয়াম মোবাইল প্রসেসর এক্সিনস ২২০০।

প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

নতুন প্রিমিয়াম মোবাইল প্রসেসর এক্সিনস ২২০০।
booked.net

নিউজ ডেস্কঃ আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন প্রিমিয়াম মোবাইল প্রসেসর এক্সিনস ২২০০।

সম্প্রতি বাজারে নিয়ে আসা প্রসেসটিতে রয়েছে হার্ডওয়্যার-অ্যাকসেলারেটেড রে ট্রেসিং এবং অত্যাধুনিক আর্ম-ভিত্তিক প্রসেসিং প্রযুক্তি।

শক্তিশালী এএমডি আরডিএনএ ২ আর্কিটেকচার ভিত্তিক স্যামসাং এক্সক্লিপস গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) যুক্ত মোবাইল প্রসেসর এক্সিনস ২২০০ একেবারে নতুনভাবে ডিজাইন করা। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন সিপিইউ কোরগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক আর্মভি৯-ভিত্তিক সিপিইউ কোর এবং আপগ্রেডেড নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) যুক্ত।

এক্সিনোস ২২০০ মোবাইল ফোন গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি মিডিয়া অ্যাপ ও ফটোগ্রাফি সামাজিক যোগাযোগে আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

Ad