কুলাউড়ার ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখে ব্যাডমিন্টন প্লেয়ারদের প্রাণের সংগঠন- বিপিএ।

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

কুলাউড়ার ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখে ব্যাডমিন্টন প্লেয়ারদের প্রাণের সংগঠন- বিপিএ।
booked.net

জসিম চৌধুরীঃ- বাংলাদেশে বর্তমান সময়ে তরুনদের কাছে  জনপ্রিয় খেলা ক্রিকেট ও গ্রাম পর্যায়ে ফুটবল হলেও শীত মৌসুম এলেই শহর থেকে গ্রামগঞ্জ সহ  সকল জায়গায় ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। এর ধারাবাহিকতায় “শীতের কুয়াশার মতো দূর হয়ে যাক ক্রীড়াজ্ঞনের দৈন্যদশা” প্রতিপাদ্য নিয়ে- কুলাউড়ায় ব্যাডমিন্টন খেলাকে এগিয়ে নিতে গঠন করা হয়েছিলো কুলাউড়া ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন।  সংক্ষেপে বিপিএ। যার যাত্রা শুরু হয়েছিলো ২০০৩ সালের ৭ ফেব্রুয়ারি।

সেই সময় প্রথমবারের মতো রাবেয়া সরকারী আর্দশ প্রাথমিক বিদ্যালয় সম্মুখের মাঠে সৈয়দ আকমল হোসেন স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। সিলেট বিভাগের মধ্যে তৃণমূলের খেলাধুলার এক উর্বর মাটি হিসেবে ইতিমধ্যে সকল জায়গায় স্থান করে নিয়েছে আমাদের প্রিয় এই জন্মভূমি কুলাউড়া। সেইদিক থেকে ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ’র পাশাপাশি কুলাউড়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার, সমৃদ্ধ করার আরেক সোপান এই বিপিএ।

দীর্ঘদিন থেকে নিয়মিতভাবেই তারা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে গেছে বিপিএ। শীতের সন্ধ্যায় কুলাউড়ার ঐতিহ্যবাহী ডাক বাাংলো মাঠের শিরিষ তলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন হলেও গত কয়েকবছর থেকে আর কোনো টুর্নামেন্ট অনুষ্টিত হয়নি। ২০০৩ সালে ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন (বিপিএ) প্রতিষ্টাতা হিসেবে যাদের নিয়ে সংগঠনের পথচলা শুরু হয়েছে তাদের মধ্যে প্রতিষ্ঠাকালীন সভাপতি- শফিকুজ্জামান চৌধুরী রিপন। প্রতিষ্টাতা সাধারন সম্পাদক নুরুল ইসলাম ইমন ও সাংগঠনিক সম্পাদক ছিলেন মুহিবুর রহমান খান তাফি। প্রতিষ্টাতা কমিটি ৩ বছর সফল ভাবে তাদের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালে ভোটের মাধ্যমে ২য় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হোন সাইফুর রশীদ সুমন। সাধারন সম্পাদক হিসেবে আবার নুরুল ইসলাম ইমন ও সাংগঠনিক সম্পাদক ছিলেন আমিনুল ইসলাম রিয়াদ। দুইবছর এই কমিটি দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে ৩য় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জামান আহমেদ। সাধাারন সম্পাদক হিসেবে  সাইফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ছিলেন আতিকুর রহমান রুবেল। 

২০১০ সালে ৪র্থ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন আতাউর রহমান চৌধুরী ছোহেল। সাধারন সম্পাদক রেজাউল আলম ভুইয়া খোকন ও শেখ সুমন সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৩ সালে ৫ম কমিটির সভাপতি হিসেবে জাকির হোসেন খান, সাধারন সম্পাদক হিসেবে শেখ সুমন ও তুহিনুর রহমান ইয়াকুব সাংগঠনিক সম্পাদক মনোনীত হোন। তবে এই কমিটির দীর্ঘদিন কোন কার্যক্রম না থাকায় সংগঠন টির গঠন তান্ত্রিক মোতাবেক প্রতিষ্ঠাতা সভাপতি/সাধারণ সম্পাদক ও  উপদেষ্টাদের পরামর্শ ক্রমে নতুন কমিটি গঠনের উদোগ নেওয়ার পর সাইফুর সাইফুর রশীদ সুমন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ইমন’কে  পুনঃবার দায়িত্ব দেওয়া হয়। যা চলমান।

কুলাউড়া ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন (বিপিএ) বর্তমান দায়ীত্বশীলরা জানান, সকলের সহযোগিতায় চলতি শীত মৌসুমে তারা আবার চিরচেনা সেই ডাকবাংলো মাঠে আগের মতো ব্যাডমিন্টন টূর্নামেন্টের আয়োজন করে ক্রীড়াপ্রেমীদের জাগ্রত করে তুলার চেষ্টা করবেন।

Ad