কুলাউড়ায় আদর্শ পাঠাগার বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

কুলাউড়ায় আদর্শ পাঠাগার বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
booked.net

স্টাফ রিপোর্টার:- কুলাউড়ায় ‘আদর্শ পাঠাগার বইপড়া প্রতিযোগিতা পরীক্ষা-২০২২’ এ নির্বাচিত অর্ধশত শিক্ষার্থী পাঠককে ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন’ এর সহযোগিতায় পুরস্কৃত করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভার হলরুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী দের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মোঃ খালিক উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, সহকারী শিক্ষক মিসেস তাছলিমা বেগম।

শ্রেষ্ঠ পাঠক হিসেবে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ডানকান হাইস্কুলের শিক্ষক নাছিমা জান্নাত ও সেরা পাঠক হিসেবে বক্তব্য রাখেন ‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থী রুকিয়া খানম।

উল্লেখ্য, অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাঠক ও সেরা পাঠক মানদণ্ডে বাছাইকৃত মোট ৪৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

ছবিঃ- পুরস্কার প্রদান করছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad