সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২২

সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
booked.net
Manual5 Ad Code

অনলাইন ডেস্কঃ- সারা দেশে চলছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। বুধবার শুরু হওয়া চার দিনের এ ক্যাম্পেইন চলবে আগামী রোববার পর্যন্ত। তবে, শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

Manual6 Ad Code

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সি শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual2 Ad Code

দেশের সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে চার দিন পরিচালিত হবে এ ক্যাম্পেইন। নির্ধারিত ইপিআই শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরনো) আটটি সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী কর্তৃক উদ্দিষ্ট শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায়ও ইপিআই কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে।

Manual8 Ad Code

Ad

Follow for More!