স্মার্টফোন এবার ৮ মিনিটেই শূন্য থেকে হবে পূর্ণ চার্জ

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১

স্মার্টফোন এবার ৮ মিনিটেই শূন্য থেকে হবে পূর্ণ চার্জ
booked.net

তথ্য-প্রযুক্তির পরিবর্তিত সময়ে প্রতিদিন নতুন নতুন আধুনিক ডিভাইসের সঙ্গে পরিচিতি হচ্ছে পুরো বিশ্ব। আধুনিক ডিভাইসগুলোর মধ্যে অন্যতম হলো স্মার্টফোন ।

 স্মার্টফোনের জগতে দারুণ সব প্রযুক্তির ব্যবহার করছে জনপ্রিয় চীনা প্রতিষ্ঠান শাওমি । প্রতিষ্টানটি এবার স্মার্টফোন দ্রুততম সময়ের মধ্যে শূন্য থেকে শতভাগ চার্জ করার রেকর্ড অর্জনের দাবি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানায় শাওমি । দ্রুত সময়ে তাদের এই চার্জিং প্রযুক্তি ‘চার্জিং কেবল ও ওয়্যারলেস চার্জিং’ দুটি ক্ষেত্রেই হবে বলে দাবি করছে।

আরো পড়ুনঃ ইউটিউব (Youtube) থেকে আয় ? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ

৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের ‘মি ১১ প্রো’ মডেলের স্মার্টফোনের ওপর পরীক্ষা চালিয়েছে প্রতিষ্টানটি । ২০০ ওয়াটের ‘হাইপারচার্জ’ সিস্টেমে স্মার্টফোনটি পূর্ণ চার্জ হতে সময় নিয়েছে ৮ মিনিটের কাছাকাছি । আর ১২০ ওয়াটের তারহীন চার্জিং ব্যবস্থায় সময় লেগেছে ১৫ মিনিটের মতো।

দুবছর আগে ১০০ ওয়াট চার্জিং সিস্টেমে ১৭ মিনিটে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পূর্ণ চার্জ করার ঘোষণা দিয়েছিল শাওমি। তবে গত বছর ‘মি ১০’ আলট্রা বাজারে এলে দেখা গেল সেটি ১২০ ওয়াটে পূর্ণ চার্জ হতে ২৩ মিনিট সময় নিচ্ছে। অবশ্য সে স্মার্টফোন কিছুটা বড়, সাড়ে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল তাতে।

সূত্র: দ্য ভার্জ

Ad