বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট। গরীব দেশগুলো দিশেহারা।

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট। গরীব দেশগুলো দিশেহারা।
booked.net

Manual8 Ad Code

 

নিউজ ডেস্ক;- বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট (ধরন)। এরই মধ্যে ৯৮টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ অবস্থায় দিশেহারা গরীব দেশগুলোকে মাশুল গুনতে হচ্ছে বেশি।

Manual7 Ad Code

গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনা পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। ডেলটা ভ্যারিয়েন্ট এর কারণে তা আরও শোচনীয় হচ্ছে। কারণ, এসব দেশে টিকার সংকট তীব্র। অথচ ধনী দেশগুলো শিশুদেরও টিকা দেওয়ার জন্য তোড়জোড় করছে।

Manual7 Ad Code

গ্যাব্রিয়াসুস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ ছাড়া চলতি জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। গতকাল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ৯ম বিশ্ব শান্তি ফোরামে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ভাইরাস মোকাবিলায় আমাদের শিগগির ‘প্রতিরোধের মহাপ্রাচীর’ গড়ে তুলতে হবে। এটাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্বনেতাদের মিলেমিশে কাজ করতে হবে।

আরো পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ভবন ধস ! নিখোঁজের সংখ্যা বেড়ে ১৫৯

Manual3 Ad Code

চীন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪৮ কোটি টিকা সরবরাহ করেছে। চলতি বছরের মধ্যে দেশটি ১০০ কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে এরই মধ্যে নিজেদের নাগরিকদের প্রায় ৬৫ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চলতি বছরের মার্চে ডব্লিউএইচওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পশু থেকে মানুষে ছড়িয়েছে। কিন্তু মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এবং নতুন তদন্তের আহ্বান জানান। যদিওবা চীন এ ধরনের অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে।

Manual7 Ad Code

Ad

Follow for More!