প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২১
একনজরে Android স্মার্টফোন ইউজারদের জন্য Google এর সব নতুন ফিচার দেখে নিন।
(Google Messages)-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন – Google জানিয়েছে, এবার থেকে Google Messages-এর সব চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে। গত বছর বিটা আপডেটে এই ফিচার পাঠিয়েছিল Google।
কোম্পানির দাবি, এই কারণে আরও সুরক্ষিত থাকবে Google Messages-এর কথোপকথন। নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ফলে আপনি যাঁকে মেসেজ পাঠাচ্ছেন, সেই ব্যক্তি ছাড়াও অন্য কোনও ডিভাইস থেকে এই মেসেজ পড়া যাবে না।
আরো পড়ুনঃ ইউটিউব (Youtube) থেকে আয় ? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ
ভূমিকম্পের অ্যালার্ট – সম্প্রতি নিউজিল্যান্ড ও গ্রিসে আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম শুরু করেছিল Google। এবার আরও কয়েকটি দেশে এই ফিচার শুরু হতে চলেছে। তুরস্ক, ফিলিপিন্স, কাজাকস্তান, কির্গিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে এবার থেকে ভূমিকম্প হলে Android গ্রাহকদের অ্যালার্ট পাঠানো হবে।
নতুন এই পদ্ধতিতে ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেই জানতে পারা যাবে। এর ফলে দ্রুত সুরক্ষিত জায়গায় সরে যাওয়ার জন্য অনেকটাই সময় পাওয়া যাবে।
Google-এর তরফে বলা হচ্ছে, ‘যে সব দেশে ভূমিকম্পের সম্ভাবনা বেশি, সেই সব দেশে আগে এই ফিচার নিয়ে আসার কাজ চলছে। আগামী কয়েক বছরের মধ্যেই আরও অনেক দেশে আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম আসতে চলেছে।’
(Google Messages ) স্টার করার অপশন – WhatsApp-এর কোনও গুরুত্বপূর্ণ মেসেজ পরবর্তীতে দ্রুত খুঁজে পাওয়ার জন্য, মেসেজে স্টার দেন অনেকেই। এই ফিচার এবার আসছে Google Messages-এ।
এর ফলে কোনও মেসেজ পরে দেখার প্রয়োজন হলে, চ্যাট স্ক্রোল করার প্রয়োজন হবে না। যে কোনও মেসেজে ট্যাপ করে হোল্ড করে থাকলেই, স্টার করার অপশন দেখা যাবে।
আরো পড়ুনঃ স্মার্টফোন এবার ৮ মিনিটেই শূন্য থেকে হবে পূর্ণ চার্জ
Android Auto – এতে যুক্ত হয়েছে আরও বেশি কাস্টমাইজেশন। ফলে, লঞ্চার স্ক্রিন নিজের স্মার্টফোন থেকেই কাস্টোমাইজ করা যাবে। রয়েছে ডার্ক মোডও। এছাড়াও, মিডিয়া ট্যাব ও স্ক্রোল বারে নতুন ফিচার নিয়ে এসেছে এই টেক জায়ান্ট।
আরও বেশি ইমোজি – শীঘ্রই Gboard অ্যাপ থেকে আরও বেশি ইমোজি ব্যবহার করা যাবে। এছাড়াও দুটি ইমোজিকে মিলিয়ে একটি ইমোজি তৈরি করতে পারবেন গ্রাহকরা। এর ফলে প্রয়োজনের সময় সঠিক ইমোজি খুঁজে পেতে সুবিধা হবে।
ভয়েস কন্ট্রোল – এবার থেকে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন অ্যাপ খুঁজে পাওয়া যাবে। ভয়েস কমান্ডে ইলেকট্রিক বিল জমা দেওয়ার নির্দেশ দিলে সরাসরি অ্যাপ ওপেন হয়ে সেই বিলের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে।
ভয়েস নেভিগেশন – বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য প্রথমে এই ফিচার এলেও, এখন সেই ফিচার যে কোনও গ্রাহক ব্যবহার করতে পারবেন। এই ফিচারে কণ্ঠস্বরের মাধ্যমে ফোন নিয়ন্ত্রণ করা যাবে। সঙ্গে থাকছে গেজ ডিটেকশন।
যদিও, সেই ফিচার এখনও বিটা মোডে রয়েছে। তাছাড়া ভয়েস নেভিগেশনে পাসওয়ার্ড ইনপুটের জন্য আরও ভালো উপায় নিয়ে এসেছে Google।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us